ডেস্ক রিপোর্ট ॥
রাঙামাটি রিজিয়নের বিদায়ী রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সঙ্গে তার অফিসকক্ষে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
চেয়ারম্যান বদলিজনিত কারণে বিদায়ী রিজিয়ন কমান্ডারকে পরিষদের পক্ষ থেকে স্মারক চিহ্ন হিসাবে একটি ক্রেস্ট প্রদান করেন।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, সদস্য মো. আব্দুর রহিম এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।