নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ ২০১৮-২০২২’’ এর ৭ম সভা শনিবার জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, সহ-সভাপতি বরুণ দেওয়ান, সাধারণ সম্পাদক শফিউল আজমসহ কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
সভায় প্রথম বিভাগ ফুটবল লীগ, বঙ্গবন্ধু দ্বিতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন এবং আহত ও সুস্থ খেলোয়াড়দের জন্য কল্যাণ তহবিল গঠন সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
এসময় জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি বরুণ বিকাশ দেওয়ান জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্তিতে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।