‘জেএসএস পার্বত্য অঞ্চলকে অস্থিশীল করার লক্ষ্যে প্রতিনিয়িত নানান সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা একটি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন, এ সংগঠনকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি।’ বুধবার রাঙামাটির বিলাইছড়িতে যুবলীগ নেতাকে গুলি করার প্রতিবাদে জেলা যুবলীগ আয়োজিত বিক্ষোভ শেষে সমাবেশে এই কথা বলেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিশ^ রায় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে রাঙামাটির শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
একই সমাবেশে অন্যান্য বক্তারাও কড়া ভাষায় যুবলীগ নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন-‘ যদি এভাবে একের পর এক হামলা চলতে থাকে এবং প্রশাসন যদি কোন ব্যবস্থা গ্রহণ না করে, তবে আঞ্চলিক পরিষদ ঘেরাও করা হবে। এবং জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে অবরুদ্ধ করে রাখা হবে’ বলেও হুঁশিয়ারি দেন আওয়ামীলীগ নেতারা।
জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজলসহ আওয়ামীলীগ ও সহযোগি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন,একদিকে মাননীয় প্রধান মন্ত্রীর সাথে বৈঠক করছেন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা অন্যদিকে যুবলীগের নেতা-কর্মীদের উপর গুলি করছে তার অনুসারীরা! এ কেমন গণতন্ত্র তাদের?
মেয়র ও যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরী আরো বলেন, আর প্রতিবাদ নয়,আগামী নির্বাচনে দেখা হবে। আর যদি আপনাদের সাহস থাকে,অস্ত্রবাজি বাদ দিয়ে মাঠে আসেন,আপনাদের চ্যালেঞ্জ করলাম, আমাদের দ্বিগুণ আপনারা হোন,আপনাদের সাথে আমরা ৫০ ভাগই লড়ব।
প্রতিবাদ সমাবেশের আগে রাঙামাটি পৌরসভা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, বুধবার ভোর রাতের দিকে ফারুয়া ক্যাং কুঠির এলাকায় ঘুম থেকে তুলে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিশ^ রায় তঞ্চঙ্গ্যাকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। গুলিবিদ্ধ বিশ্ব রায় ও বিলাইছড়ির আওয়ামীলীগ নেতারা এই হামলার জন্য আঞ্চলিক দল সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ি করেছে।
9 Comments
এভাবে আর কত তাজা প্রাণ ঝরে যাবে অকালে? সরকার ও প্রশাসনের কি কিছুই করার নাই?
হাসিনা চুক্তি করে যুবলীগ নিষিদ্ধ করার দাবি করে হা হা হা হা হা বালের _________।
আর নয় শ্লোগান এইবার ধর মেশিনগান
bal korbi settlerer kulangarra. R amra bose2 angul susum.
সনতুকে গ্রেপতার করলেতো হয়। কার ইশারায় ওকে রাজপুত্র বানায়চে।
শেখ হাসিনার আওয়ামীলীগ সরকার পার্বত্য চুক্তি করে জেএসএসকে আঞ্চলিক রাজনীতিতে এনেছেন আর এখন আওয়ামী,যুবলীগএর রাঙামাটির নেতারা জেএসএসকে নিষিদ্ধের দাবি জানায় — হাস্যকর।
দাবিটা আসলে পাহাড়িদেরকে অস্তিত্ব রক্ষার চ্যালেন্জ করা হয়েছে, লীগ করা যতসব পাহাড়ি কুত্তাগুলো কি বুঝতে পারছে না? এই আকবর, মুছারা তোমাদের ঘাড়ে চড়ে ক্ষমতায় গিয়ে তোমাদেরকে নিশ্চিহ্ন করার পায়তারা করছে।
死呒提 那 今日 啦恶骂
Kuttira koi ki?
ছেদামে কুলেলে গরি চাদোক না…..