জুরাছড়ি ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানটি জেলা পরিষদ বিশ্রামাগার মিলনাতনে অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রলীগ নেতা জ্ঞান মিত্র চাকমার সঞ্চালনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রিকো চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, মহিলা আওয়ামীলীগের সভাপতি কলপিতা চাকমা, সাধারন সম্পাদক মিতা চাকমাসহ যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে সকালে একটি র্যালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিশ্রামাগার মিলনায়তন প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জননেত্রী শেখহাসিনার ৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং আলোচনা সভা করা হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, মহিলা আওয়ামলীগের নেতৃ মিতা চাকমা ছাত্র নেতা রিকো চাকমা। এসময় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের কথা ব্যাক্ত করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা দীপংকর তালুকদারকে আবারো ২৯৯ নং আসনটি পুরস্কার দেয়ার জন্য আহবান জানান।
এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার কাজে এ সরকারকে আবারো দরকার রয়েছে এবং এ সরকার কথায় নয় কাজে বিশ্বাসী, এ সরকারকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে ২৯৯ নং আসনটি যে জননেতা দীপংকর তালুকদারকে উপহার দিয়ে এলাকায় আবারো উন্নয়নের সুযোগ করে দেওয়ার আহবান জানান।