নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির জুরাছড়ি উপজেলায় সমাজ সেবা মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে আর্থ-সামাজিক উন্নয়নে দুস্থদের মাঝে মুজিব বর্ষের ঘর, গরীব অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, শিক্ষা উপকরণ, সুতা, সোলার, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হলেই দুর্গম উপজেলার উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে সময় লাগবে না। পাহাড়ের দরিদ্র মানুষের পাশে থাকার যে প্রত্যয় আওয়ামী লীগ নিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছে।
জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, রাঙামাটি জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. ওমর ফারুক, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে উপকারভোগীদের মাঝে ও দুস্থ ছাত্র ছাত্রীদের মাঝে নগদ অর্থ, শিক্ষা উপকরণ, সুতা, সোলার, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়।