রাঙামাটি-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে প্রতিদিন পাহাড়ী নারী পুরুষরা হরেক রকমের ফলমুল তরি তরকারি বিক্রি করতে আসেন। তেমনি শনিবার বিকেলে আওলাদ বাজারের মুল সড়কের ব্রিজের পাশে অমলি চাকমা নামে এক পাহাড়ী নারী নিজের গাছের অনেকগুলো পেয়ারা থোকা থোকা করে সাজিয়ে এনেছেন বিক্রি করার জন্যে। এভাবেই কৃষিজ পণ্য বিক্রি করেই সংসারে সহযোগিতা যোগান দেন এমন অনেক নারী
………………..ছবি ও লেখা : তৌসিফ মান্নান