আগামী এসএসসি পরীক্ষায় যারা জিপিএ ফাইভ অর্জন করবে সেই শিক্ষার্থীকে দশ হাজার টাকা পুরস্কারের ঘোষণা প্রদান করেছে রাঙামাটির নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তালুকদার।
মঙ্গলাবার দুপুরে উপজেলা পরিষদে উপজেলার মাধ্যমিক শিক্ষকদের নিয়ে এক সভায় এই ঘোষণা দেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোয়ালিটি চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামসহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন তালুকদার আরো বলেন, পার্বত্য এলাকায় শিক্ষার বিকাশের জন্য প্রতিটি শিক্ষককে দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের পড়াশুনা করাতে হবে। রাঙামাটি জেলার রাজনৈতিক দায়িত্বশীল অনেকের বাড়ি নানিয়ারচরে। লেখাপড়ার মান বৃদ্ধি করতে হবে। এবছর থেকে এসএসসি পরীক্ষায় যারা জিপিএ ফাইভ অর্জন করবেন সেই প্রত্যেক শিক্ষার্থীকে দশ হাজার টাকা পুরস্কার দেয়া হবে উপজেলার রাজস্ব তহবিল থেকে। যদি আমি চলেও যাই আমার সাথে যোগাযোগ করবেন আমি তখন ব্যক্তিগতভাবে পাঠিয়ে দিব। এই ঘোষণা প্রতিটি বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার জন্য প্রধান শিক্ষকদের বলেন।