দুই সহযোদ্ধার নি:শর্ত মুক্তির দাবিতে দলীয় কার্যালয়ের সামনেই পুলিশী বাধায় অবরুদ্ধ হয়েই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটির ছাত্রদল নেতাকর্মীরা।
শনিবার সকালে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
গত তিনদিন আগে ঢাকায় বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়ার দিন সেখানেই গ্রেফতার হওয়া জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার ও পৌর ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বিরকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল করে রাঙামাটি জেলা ছাত্রদল,পৌর ছাত্রদল,সদর থানা ছাত্রদল ও রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা লে.কর্ণেল (অব) মণীষ দেওয়ান,জেলা বিএনপির সভাপতি হাজী মো: শাহ আলম,সাধারন সম্পাদক দীপন তালুকদার,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন,জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, ছাত্রদলের সভাপতি আবু সাদাত সায়েম,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামাল হোসেন,কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক অলি আহাদ প্রমূখ।
বক্তারা অবিলম্বে দুই ছাত্রনেতার নি:শর্ত মুক্তি দাবি করেন। বিক্ষোভ চলাকালে বিপুল সংখ্যক পুলিশ ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের দলীয় কার্যালয় চত্বরেই আটকে রাখে। ফলে কোন মিছিল বের করতে না পেরে অবরুদ্ধ অবস্থাতেই কর্মসূচী পালন করে তারা।
এইমাত্র প্রকাশিতঃ
- কাপ্তাইয়ে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
- রাইখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
- মহালছড়িতে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
- বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আর নেই
- স্বদেশ’র ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ আবৃত্তি ও কথামালা
- জম্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা পার্বত্য খাগড়াছড়িতে
- বান্দরবানে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
- বান্দরবানে জন্মাষ্টমী উৎসবের শোভাযাত্রা