“নারী পুরুষ নির্বিশেষ, সবাই মিলে গড়ব দেশ”এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে
২ জানুয়ারী জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে লংগদুতে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরে শেষ হয়।
র্যালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহদী ইমাম। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজাহান বেগম,ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা,লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা,উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দীন,শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান,যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবে ইলাহী,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. তৈয়ব আলী,লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাস মিঞা খান প্রমূখ।
এছাড়াও সমাজসেবা দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও সুবিধাপ্রাপ্ত শতাধিক কর্মী উপস্থিত ছিল।