কাপ্তাই প্রতিনিধি ॥
জাতীয় মৎস্য সপ্তাহ ২২ উপলক্ষে শনিবার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান উপস্থিত সাংবাদিকদের জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
এইসময় তিনি জানান, এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হল “নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”। এই উপলক্ষে আগামী ২৫ জ্লুাই হতে ২৯ জ্লুাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে কাপ্তাইয়ে র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, প্রচারণা, মোবাইল কোর্ট, মৎস্যচাষীদের পুুরস্কার প্রদান ও প্রান্তিক পর্যায়ে চাষীদের নিয়ে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে মতবিনিময় সভায় জানানো হয়।