মানিকছড়ি প্রতিনিধি ॥
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে দেশব্যাপি পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ(২৩-২৯ জুলাই)-২২। কর্মসূচির প্রথম দিন ২৩ জুলাই সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
মতবিনিময় সভায় কর্মসূচি তুলে ধরে লিখিত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকার বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ২০২০-২১ অর্থবছরে মাছ উৎপাদনে লক্ষমাত্রা ছিল ৪৫.৫২ লক্ষ মেট্রিক টন। উৎপাদন হয়েছে ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। এ বছরও কাক্সিক্ষত লক্ষমাত্রা নিয়ে দেশব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে ।
এ বছর মৎস্য সপ্তাহ উদযাপনে সাত দিনব্যাপি কর্মসূচির মধ্যে ২৪ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন, আলোচনা সভা ও উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে প্রান্তিক মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট, গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছচাষ বিষয়ে পরামর্শ, পুকুরের মাট ও পানি পরীক্ষা, কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ এবং মৎস্যচাষের ওপর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান রয়েছে।