সৈকত বাবু
জাতীয় শিশু পুরস্কার ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের বিজয়ী শিক্ষার্থীরা।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে জয়ী হয়ে এ শিক্ষার্থীরা অংশ নিবে জাতীয় পর্যায়ে যেখানে তারা প্রতিনিধিত্ব করবে চট্টগ্রাম বিভাগের। এর আগে জাতীয় শিশু পুরস্কার ২০২১ ও জাতীয় উপলক্ষে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীত এ (ক-গ্রুপে) ১ম হয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অর্জন চৌধুরী সূর্য। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে ইংরেজি রচনা বিভাগে ১ম হয়েছে ৭ম (ইভি) শ্রেণির শিক্ষার্থী মাইশা ফারজানা।
এছাড়াও উচ্চাঙ্গ নৃত্য খ বিভাগে ১০ম শ্রেণির শিক্ষার্থী প্রতিষ্ঠা চাকমা প্রথম হয়ে চট্টগ্রাম বিভাগের হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করেছে। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ বিভাগীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে গ গ্রুপে দীপান্বিতা চন্দ (একাদশ) ৩য় স্থান অর্জন করেছে। একই সাথে জাতীয় শিশু পুরস্কার ২০২১ এ চিত্রাংকনে বিশাল নাথ(৯ম শ্রেণী) খ গ্রুপে তৃতীয়, সৃজনশীল নৃত্যে প্রতিষ্ঠা চাকমা(১০ম শ্রেণী) ৩য়, কত্থক নৃত্যে রাইন চাকমা(৯ম শ্রেণী) ৩য় হবার গৌরব অর্জন করেছে।
লেকার্স স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ বলছেন, তাদের সকল প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। আমাদের প্রত্যাশা রাঙামাটির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বরাবরের মতো পড়াশোনার পাশাপাশি জাতীয় পর্যায়েও তাদের মেধার স্বাক্ষর রাখবে।