রাঙামাটি

জাতীয় গ্রন্থাগার দিবসে রাঙামাটিতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ॥
‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার-ডিজিটাল গ্রন্থাগার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মত রাঙামাটিতেও জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, জ্ঞানসমৃদ্ধ সমাজ গঠনে বই পড়ার বিকল্প নেই। যত বেশি বই পড়বে তত বিশ^ সম্পর্কে জানতে পারবে। শিশু কিশোরদের পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়ার ক্ষেত্রে উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান বক্তারা। বই পড়ার নেশা অনৈতিক ও মাদকের ছোবল থেকেও মুক্ত রাখে। প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সুনীলময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক ইয়াছিন রানা সোহেল, রাঙামাটি সরকারি কলেজের লাইব্রেরিয়ান মোহা. মঈন উদ্দীন তারেক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের রাঙামাটি অফিসার আবদুল হাকিম। পরিচালনা করেন কবি ও শিক্ষক মো. কামরুল হাছান রাজিব।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 3 =

Back to top button