জাতীয় গ্রন্থাকার দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সুনীলময় চাকমার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বাদল চন্দ্র দে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুর রহমান, মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, রাঙামাটি সরকারি কলেজের লাইব্রেরিয়ান মঈন উদ্দিন তারেক, বেসরকারি গ্রন্থাগার সমিতি রাঙামাটি জেলা সভাপতি সাগর ত্রিপুরা ও যুগ্ম সম্পাদক ইয়াছিন রানা সোহেল।
আলোচনা সভায় আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাকার দিবস উপলক্ষে অনলাইনে উন্মুক্ত সাধারন জ্ঞান প্রতিযোগিতা, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ব্যানার টাঙানোর এবং আলোচনা সভার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। ৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে রাঙামাটি জেলা পরিষদ হলরুমে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।