জাতীয় ইয়োগা প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক জয় করেছে রাঙামাটির দীপক দাশ। গত ২১ জুন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ম.হামিদের আমন্ত্রণে রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষে ৫ জন ও রাঙামাটি ইয়োগা একাডেমী হতে ৬ জন প্রতিযোগী নিয়ে প্রশিক্ষক দীপন কুমার ঘোষের নেতৃত্বে ‘জাতীয় ইয়োগা প্রতিযোগিতা ২০১৮’ অংশ গ্রহণ করেন। এতে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার পক্ষে প্রতিযোগী দীপক দাশ স্বর্ণ পদক, রতœ বিনয় চাকমা চাকমা রৌপ্য পদক, রাঙামাটি ইয়োগা একাডেমীর পক্ষে অনিতা দাশ রৌপ্য পদক অর্জন করেন।
বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের নেতৃত্বে আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যোগদান করে সফলতা অর্জন করে। প্রশিক্ষক দীপন কুমার ঘোষ মাননীয় জেলা প্রশাসক, রাঙামাটি পার্বত্য জেলা, রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা, রাঙামাটি ইয়োগা এসোসিয়েশন, রাঙামাটি ইয়োগা একাডেমীর সার্বিক সাহায্য সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং সুস্থ দেহ, সুস্থ মন গড়ার লক্ষ্যে সকলকে ইয়োগা চর্চা করার আহ্বান জানান।(বিজ্ঞপ্তি)