‘জাতির বিবেক আজ শ্রেণিকক্ষে ধর্ষিত! এ লজ্জা কার ?’ এমন স্লোগানে গত ১৭ আগস্ট বরগুনার বেতাগী উপজেলার পূর্ব করুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাকে শ্রেণিকক্ষে গণধর্ষণের প্রতিবাদে এবং সকল আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে লংগদু উপজেলার শিক্ষক সমাজ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল তিনটায় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি স্বর্ণকান্তি চাকমা, সহ-সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক সমিতির নেত্রী সুচিত্রা চাকমা প্রমূখ। মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ গ্রহণ করেন উপজেলা ভাইসচেয়ারম্যান নুরজাহান বেগম।
মানববন্ধনে বক্তার বলেন, যে শিক্ষক মানুষ গড়ার কারিগর সে আজ নির্যাতিত লাঞ্ছিত ধর্ষিত। এটা শুধু শিক্ষকের অপমান নয়, জাতির জন্যও লজ্জার বিষয়। যে শিক্ষিকা বিদ্যালয়ে শিশুদের মানুষ হওয়ার পথপ্রদর্শকের শিক্ষা দেন, সেই বিদ্যালয়ে সমাজের কিছু অমানুষ শিক্ষিকাকে ধর্ষণ করে নগ্ন উল্লাসে মত্ত। এখন পর্যন্ত সকল আসাসিকে গ্রেপ্তার করা হয়নি। এর দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না। শিক্ষকদের নিরাপত্তার জন্য ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি জানিয়েছে শিক্ষক সমাজ।
2 Comments
https://m.facebook.com/story.php?story_fbid=1905722569751234&id=100009405296614
We are not free even after 45 years of independence