
রাঙামাটির সামাজিক, সাংস্কৃতিক সংগঠন জুম ঈসথেটিকস কাউন্সিলের (জাক) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল দশটায় রাঙামাটি শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সম্মেলন।
সংগঠনের সভাপতি শিশির চাকমার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সুনির্মল চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিককার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি জেলার সহ-সভাপতি চাঁদ রায়।
সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। জাক’র সদস্যদের ভোটে নির্ধারিত হয় নতুন কার্যকারী কমিটি। জাক সদস্যদের ভোটে অ্যাডভোকেট সুস্মিতা চাকমাকে সভাপতি, ডা. গঙ্গা মানিককে সহ-সভাপতি, অম্লান চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
জাক’র সাংস্কৃতিক দলের পরিবেশনায় সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ কমিটি আগামী দুই বছর জাক এর নেতৃত্ব দিবে জানিয়েছে নতুন কমিটির নেতৃবৃন্দ।