গ্রীষ্ম মৌসুমে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে গেলে জেলার কয়েকটি উপজেলার মানুষ জলে ভাসা জমিতে ধানচাষসহ নানান রকম সবজির চাষাবাদ করেন। তেমনি রাঙামাটি জেলা সার্কিট হাউজের পিছনে জলে ভাসা জমিতে এবারও অনেকেই ধান চাষ করেছেন। এই করোনাকালীন সময়ে সোনালী ফসল ঘরে তোলার প্রত্যাশা নিয়ে ইরি ধান ক্ষেতের পরিচর্যা করছেন স্থানীয় কৃষাণি পুতি চাকমা ও সোনাদেবী চাকমা।
ছবি ও প্রতিবেদন : তৌসিফ মান্নান