এম. সুজন, নানিয়ারচর ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে ৩য় পর্যায়ে ২য় ধাপে গৃহহীন-ভূমিহীনদের মধ্যে মুজিব বর্ষের ২৬ হাজার ২২৯টি নতুন জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার সকালে গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই ঘরসমূহের উদ্বোধন করেন। এতে নানিয়ারচর উপজেলাতে একটি ঘরের উদ্বোধন করা হয়।
নানিয়ারচর উপজেলা মিলনায়তনে এই জমিসহ ঘর প্রদানকালে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর জোনের ওয়ারেন্ট অফিসার মো. কামরুজ্জান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা।
জমিসহ ঘর পেয়ে মিনু বেগম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার চারটি মেয়ের স্বামী মারা গেছে আমি খুবই অসহায়, আল্লাহর কাছে শোকর করছি ও আমাকে ঘর দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।