সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ছেড়ে আওয়ামীলীগে যোগ দেয়া বান্দরবানের লুল থাং বম (৩০) এক যুবককে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ অপহরণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের হেব্রন পাড়ায় থেকে মোটর সাইকেলে ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা গতিরোধ করে আওয়ামীলীগের এক কর্মীকে অপহরণ করে নিয়ে গেছে। অপহৃতের নাম নাম রুয়াল লুল থাং বম (৩০)। সে সদর ইউনিয়নের হেব্রন পাড়ার লাল মুন হল বমের ছেলে। অপহরণের খবর পেয়ে অভিযানে নেমেছে সেনাবাহিনী-পুলিশসহ যৌথবাহিনী।
স্থানীয় আওয়ামীলীগ নেতাদের দাবী, অপহৃত যুবক দীর্ঘদিন পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) এর সহযোগি ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর সদস্য ছিল। সাম্প্রতিক সময়ে জেএসএস ছেড়ে আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত হয়। ক্ষুব্ধ হয়ে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীরা তাকে আওয়ামীলীগ থেকে সরে এসে জেএসএস (মূল) দলের রাজনীতিতে সস্পৃক্ত হওয়ার প্রস্তাব করে। তা না হলে তাকে হত্যা করার হুমকি দেন।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পাইহ্লা অং মারমা বলেন, মোটর সাইকেল চালিয়ে হেব্রন পাড়া থেকে জর্ডান পাড়ায় যাবার সময় তাকে অপহরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে অপহৃতের মোটর সাইকেলটি উদ্ধার করা গেছে। তার খোঁজ পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো; শহিদুল ইসলাম জানান, আওয়ামীলীগের এক কর্মীকে অপহরণের খবর পেয়েছি। তবে কোনো অভিযোগ এখনো পায়নি। অপহৃতকে উদ্ধারে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এইমাত্র প্রকাশিতঃ
- লংগদুতে পাড়াকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
- নানা আয়োজনে বান্দরবানে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- থানচিতে সুলভ মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু
- রাঙামাটিতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবারো রাতের আগুনে পুড়লো কলেজ গেইট বাজার
- বন্যার্তদের সহায়তায় বিএনপি’র অর্থ সংগ্রহ
- রাঙামাটিতে এপিবিএনের টহল কার্যক্রম শুরু
- কাউখালীতে আটক ১