লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রুস্তম আলী (৪০) নামের এই যুবককে সোমবার রাতে১৫ পিস ইয়াবাসহ উপজেলার বৈরাগী বাজার থেকে আটক করা হয়।
আটক রুস্তম আলী উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ভাইট্টাপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে।
পুলিশ জানায় সোমবার রাতে বৈরাগী বাজার এলাকায় ইয়াবা বিক্রি করতে যায় রুস্তম আলী। এসময় স্থানীয়রা তাকে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাকে কাছে নিয়ে যায়। পরে বগাচত্তর ইউপির চেয়ারম্যান আবুল বাশার লংগদু থানাকে জানায়। এরপর পুলিশের একটি টিম রুস্তম আলীকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বগাচত্বর ইউপি চেয়ারম্যান আবুল বাশার জানান, সোমবার রাতে এলাকাবাসী রুস্তম আলী নামের এক যুবককে ইয়াবাসহ হাতে নাতে আটক করে আমার কাছে নিয়ে আসে। পরে আমি ওসি সাহেবকে জানালে লংগদু থানা পুলিশের একটি টিম এসে রুস্তম আলীকে নিয়ে যায়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, সোমবার রাতে ইয়াবাসহ রুস্তম আলী নামের এক যুবককে ইয়াবাসহ আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। রুস্তম আলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। আটক রুস্তম আলীর বিরুদ্ধে মাদকসহ পাঁচটি মামলা আছে। সে একজন চিহ্নিত মাদক কারবারি।