‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন’ এমন অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় আটক রাঙামাটি ছাত্র ইউনিয়নের নেত্রী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী চায়না পাটোয়ারি’র জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ কাউছার এ আদেশ দেন।
উল্লেখ, গত ২ জুন (শুক্রবার) বিকাল সাড়ে পাঁচটায় চায়নাকে প্রথমে নিরাপত্তা হেফাজতে নেয় কোতয়ালি থানা পুলিশ। এর পাঁচ ঘন্টা পর রাত ১১টায় তার বিরুদ্ধে থানায় তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন চম্পকনগর এলাকার মো. রুহুল আমিনের পুত্র ছাত্রলীগকর্মী এহসান উদ্দিন ঋতু। এই মামলায় চায়না পাটোয়ারিকে গ্রেফতার দেখায় কোতয়ালী থানা পুলিশ।
চায়না পাটোয়ারি ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা অনুষদ ছাত্র ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
15 Comments
এটা মানিনা।এই বেয়াদব মেয়ের জামিন মানিনা
এটা মানিনা।এই বেয়াদব মেয়ের জামিন মানিনা
রাঙামাটিতে কে বা কারা এই চায়না পাটোয়ারী তৈরি করছে তা কিন্তু অজানা নয়
রাঙামাটিতে কে বা কারা এই চায়না পাটোয়ারী তৈরি করছে তা কিন্তু অজানা নয়
এটাকে জামিন বলে না,এটা সরাসরি ইসলাম এর বিপক্ষে কাজ করার সমান।।
এটাকে জামিন বলে না,এটা সরাসরি ইসলাম এর বিপক্ষে কাজ করার সমান।।
Iqbal Ahmed Talukder Rezuann Mithun Raz Dey ???
Iqbal Ahmed Talukder Rezuann Mithun Raz Dey ???
চায়না পাটোয়ারী জামিন মানি নাহ্. ধর্ম নিয়ে এতো বড় একটা অপকর্ম করে ছাড় পেয়ে গেলেন.
তোরে কইছে আবাল
তুই কি বিস্তারিত ঘটনা জানিস..? মেয়েটা কি করছে.তাহলে আমি কিভাবে আবাল হয়ে গেলাম.Al Jaim Pappu
ভূয়া দোষ চাপাস কেন?
কার উপর ভুয়া দোষ চাপাইলাম..তুই আগে ঘটনা যাচাই করে দেখ..তারপর আমাকে যা বলার বলিস.Al Jaim Pappu
না বুঝে কমেন্ট না করাই ভাল
আবেগি মন হাজারো আবেগের গল্প পেতে লাই দিন আবেগি মন এই পেজে, আবেগি মন হাজারো আবেগের গল্প পেতে লাইক দিন আমাদের আবেগি মন এই পেজে আবেগি মন