
রাঙামাটি জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সাইফুল আলম রাশেদ,রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার বিকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহমেদ তালুকদার,জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদ শামসুল আলম,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শাওয়ালউদ্দিন,জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় এবং কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আহমদ ইমতিয়াজ রিয়াদের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন রাঙামাটি সদর থানা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম,শহর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন,রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের সুযোগ্য নেতা রাশেদ,একজন সাবেক ক্রিকেটার হিসেবে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, রাশেদ রাঙামাটির ক্রীড়াঙ্গণের উন্নয়নেও ভূমিকা রাখবেন।