
নাশকতার আশঙ্কায় রাঙামাটি শহরের এডিসি হিল এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোহাম্মদ সায়েমকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ।
জেলা বিএনপি’র সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এডিসি হিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়কে হয়রানি মূলক অভিযোগ এনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার (দীপু) বলেন, জেলা বিএনপি কখনোই নাশকতার রাজনীতি করেনি, আর করবেও না। আওয়ামীলীগ ও পুলিশ যৌথভাবে হয়রানি মূলক আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো: হেলালউদ্দিনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক অলি আহমদ। একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এই ব্যাপারে রাঙামাটির কোতয়ালি থানায় যোগাযোগ করা হলে,ডিউটি অফিসার জানিয়েছেন,ফোর্স বাইরে আছেন,এর বেশি কিছু জানেন না।