
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগ কস্তার গোলে উবে গেল ইয়ুথ! । ছদক ক্লাব ১-০ গোলে হারিয়েছে ইয়থ স্পোর্টিং ক্লাবকে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় রাঙামাটির মারী স্টেডিয়ামে ইয়থ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় বনরুপার বড় বাজেটের দল ছদক ক্লাব। টুর্নামেন্টের ‘ফেবারিট’ হয়েই মাঠে নামে ছদক ক্লাব। তারকা নির্ভর দলটি প্রথম থেকেই জয়ের জন্য খেলতে থাকে। ইয়থ ক্লাবের খেলোয়াড়রাও ছেড়ে কথা বলেনি। ছদকের অাক্রমণ যেমন ফিরিয়ে দিচ্ছে ইয়থ ক্লাব ঠিক তেমনই ইয়থ ক্লাবও বারবার হানা দিয়েছে ছদক ক্লাবে গোলবারের দিকে। ৩ বিদেশী খেলোয়াড় নিয়ে মাঠে নেমে ছদক ক্লাব খেলার ৩২ মিনিটে নাইজিরিয়ার খেলোয়াড় কস্তা গোল দিয়ে ছদক ক্লাবকে ম্যাচে এগিয়ে দেয়। ইয়থ ক্লাব এক গোলে পিছিয়ে থেকে গোল পরিশোধের জন্য হানা দিতে থাকে ছদক ক্লাবের রক্ষনভাগে। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ হয়। বিরতির পর মাঠে নেমে দু’দলই অাক্রমণাত্মক খেলা খেলতে থাকে ছদক যেমন গোল ব্যবধান বাড়াতে খেলতে থাকে তেমনই ইয়থ ক্লাবও ম্যাচে সমতা অানার জন্য ফিরতি অাক্রমণ করতে থাকে। ম্যচের শেষ পর্যন্ত অবশ্য অার কেউ গোলের দেখা পায়নি। ছদক ক্লাব ১-০ গোলের ব্যবধানে ইয়থ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে মাঠ ছাড়েন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রথম বিভাগ ফুটবল লীগে মোট ১২ টি দল অংশগ্রহণ করেছে। এ লীগটি গত ১৭ অক্টোবর শুরু হয়েছে। অাগামী ২৯ নভেম্বর ফুটবল লীগ শেষ হবার কথা রয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগে অাজ সৃজন স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ব্রাদার্স স্পোর্টিং ক্লাব।