আগামী ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি উপলক্ষে তিনদিন ব্যাপি ব্যাপক কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচীর প্রথম দিন স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অন্য দুই পার্বত্য জেলার মতো সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় দিন ১ ডিসেম্বর স্থানীয় ও ঢাকা থেকে আসা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান,তৃতীয় দিন ২ ডিসেম্বর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মো. আব্দুল মান্নান ইলিয়াস। আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জোন কমান্ডার রেদুয়ানুল ইসলাম, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, দেশ টিভির ডিএমডি আরিফ হাসানসহ অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় সিদ্ধান্ত হয় পার্বত্য চুক্তি দিবস উপলক্ষে ১লা ডিসেম্বর জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে মারি স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২ ডিসেম্বর বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করতে সংস্কৃতি মন্ত্রাণালয়, পার্বত্য বিষয়ক মন্ত্রাণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ সহ অন্যান্য দপ্তর সহযোগিতা করবে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানটি বেসরকারি টিভি চ্যানেল ‘দেশ টিভি’তে সরাসরি সম্প্রচার করা হবে বলেও সভায় জানানো হয়।