
বুদ্ধ বন্দনা, বিশ্বশান্তি কামনা, পূজনীয় ভিক্ষু সংঘের পিন্ডদান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গলাচরণ, পঞ্চশীল গ্রহণ, কঠিন চীবর দান এবং ধর্র্মদেশনার মধ্য দিয়ে শুক্রবার কাপ্তাই উপজেলাস্থ চিৎমরম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় শুভ কঠিন চীবর দানোৎসবে। মহা সংঘ নায়ক রাজনিকায় মার্গ চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের এর সভাপতিত্বে ক্যজহ্লা মার্মার সঞ্চালনায় চীবর দানোৎসব এ প্রধান অতিথির বক্তব্য রাখেন মহা সংঘ নায়ক রাজনিকায় মার্গ নারানগিরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পঞঞাকুওয়ী মহাথের।
শুভ কঠিন চীবর দানোৎসবে রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা, কাপ্তাই উপজেলা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উথিনচিং মার্মাসহ বিভিন্ন বিহারের অধ্যক্ষগণ এবং দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দানোৎসব উদযাপন কমিটির আহবায়ক এ্যাডভোকেট হ্লাথোয়াই মার্মা। কঠিন চীবর দানোৎসব উপলক্ষে চিৎমরম বিহার প্রাঙ্গণে হাজার হাজার পূণ্যার্থীর আগমন ঘটে।
Sadu.
Sadu sadu sadu
Sadu sadu sadu