রাঙামাটি
চিৎমরম ইউনিয়নে নৌকার প্রার্থীর অফিস উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নৌকা মার্কা সর্মথিত প্রার্থী ওয়েশ্লিমং চৌধুরীর প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে চিৎমরম বাজারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই নির্বাচনী অফিস উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।
এইসময় কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মারমা, নৌকা মার্কার প্রার্থী ওয়েশ্লিমং চৌধুরীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী ২৮ নভেম্বর চিৎমরম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।