দলীয় শৃংখলা ভাঙ্গার দায়ে রাঙামাটির রাজস্থলী উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদকসহ ৪ ছাত্রনেতাকে জেলা ছাত্রদল বরাবরে সশরীরে সাধারন ক্ষমা প্রার্থনাপূর্বক কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রাঙামাটি জেলা ছাত্রদল।
রবিবার রাতে সংগঠনটির জেলা সভাপতি ফারুক আহমেদ সাব্বির এবং সাধারন সম্পাদক আলী আকবর সুমন সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
যে চারজন ছাত্রনেতাকে ক্ষমা চাইতে ও কারণ দর্শাতে বলা হয়েছে, তারা হলেন রাজস্থলী উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নাঈমুল ইসলাম রনি,যুগ্ম সাধারন সম্পাদক আজিজুর রহমান রুবেল,যুগ্ম সাধারন সম্পাদক সাজন তঞ্চঙ্গ্যা এবং সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর।
একই বিবৃতিতে জানানো হয়, ইতোপূর্বে অব্যাহতির জন্য আবেদন করা রাজস্থলী উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
‘রবিবার জেলা ছাত্রদলের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে’ এমন তথ্য জানিয়ে বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেয়া হয়, ‘সাংগঠনিক শৃংখলা অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে রাঙামাটি জেলা ছাত্রদল ।’
রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আলী আকবর সুমন পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে জানিয়েছেন, ‘সাংগঠনিক শৃংখলারক্ষার স্বার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’