আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে গুলশাখালী ইউনিয়ন আওয়ামীলীগ । বৃহস্পতিবার বিকালে আগামী ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল নেতাদের করণীয় সম্পর্কে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান (সিদ্দিক মাষ্টার)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,আওয়ামীলীগ লংগদু উপজেলা শাখার সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো: জানে আলম। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য আব্দুল মোতালেব, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রমূখ ।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কামালের সঞ্চালনায় গুলশাখালী মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি মো.জানে আলম,বিশেষ অতিথি মোশারফ হোসেন ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।
সভায় বক্তরা বলেন, লংগদু উপজেলায় বর্তমানে আওয়ামীলীগের সাংগঠনিক অবস্থা অনেক মজবুত । অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে এ উপজেলায় অনেক বেশি উন্নয়ন কাজ হয়েছে এবং হচ্ছে । আগামী নির্বাচনে এ সকল উন্নয়নের কারনেই মানুষ নৌকায় ভোট দেবে বলে আশা করি ।
বক্তারা আরো বলেন,চাওয়া পাওয়ার হিসাব কষলে হয়তো অনেকে অনেক দুঃখের কথা বলবেন। তবে আজ সবকিছু ভুলে আমাদের হারানো আসন উদ্ধার করতে নৌকা প্রতীকের কান্ডারী জননেতা দীপংকর তালুকদারকে আগামী সংসদে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে যেতে হবে ।
সভায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
এইমাত্র প্রকাশিতঃ
- আবারো রাতের আগুনে পুড়লো কলেজ গেইট বাজার
- বন্যার্তদের সহায়তায় বিএনপি’র অর্থ সংগ্রহ
- রাঙামাটিতে এপিবিএনের টহল কার্যক্রম শুরু
- কাউখালীতে আটক ১
- বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা
- লামা উপজেলা ও পৌর শ্রমিকলীগের কমিটি
- নানান আনুষ্ঠানিকতায় রাঙামাটিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
- একটা গাছ কাটলে, দুইটা গাছ লাগাতে হবে: পার্বত্য মন্ত্রী