
‘চলো ফিরি শৈশবে,মিলে মিশে একসাথে’- এই শ্লোগানে রাঙামাটি শহরের স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একদল সাবেক শিক্ষার্থী পালন করলো রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের।
শুক্রবার বালুখালি কৃষিফার্মে আয়োজিত এই কর্মসূচীটি ছিলো মূলত: ১৯৮৭ সালে এই বিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৯২ সালে পঞ্চম শ্রেণী পাশ করা বন্ধুদের একটি আয়োজন।
সকাল থেকে নানা আয়োজনে বর্ণিল আয়োজনে ছিলো শৈশবের স্মৃতিচারণ,হাড়ি ভাঙ্গা,ঝুড়িতে বল ফেলা,বেলুন ফুলানোসহ বিভিন্ন খেলাধূলা।
এছাড়াও স্কুলের সাবেক চার শিক্ষিকা বাণী কুন্তলা দেওয়ান,পদ্মাদেবী দেওয়ান,কাঞ্চনা খীসা ও আভা রাণী চাকমাকে দেয়া হয় সম্মাননা স্মারক। একইসাথে স্কুলের প্রাক্তন ছাত্র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল শুক্কুরকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দিনব্যাপি এই আয়োজনে নেতৃত্ব নেদন মোঃ হানিফ ইকবাল,সাইফুল ইসলাম রুমি,নুরুল মনসুর,দিদারুল আলম মামুন,রবিউল হোসেন রনি,আব্দুল কাদের রানা, মো: এরশাদ,নজরুল করিমসহ শৈশবের বন্ধুরা।
আয়োজকদের একজন হানিফ ইকবাল বলেন, ‘পঞ্চম শ্রেণী পাশ করার পর আমাদের বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে গেছে নানা জায়গায়। সবাইকে একত্রিত করে নিজেদের পঁচিশ বছর আগের শৈশবের স্মৃতিকে রোমন্থন করতেই আমাদের এই ছোট্ট আয়োজন। চেষ্টা করব এখন থেকে প্রতিবছর একবার করে নিজেদের মতো করে একটি দিন পালনের।’
ধন্যবাদ