পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক, সমাজকর্মী ও সাবেক জনপ্রতিনিধি সুনীতি বিকাশ চাকমা ওরফে সক্ক বাবু (৮৩) পরলোকগমন করেছেন। তিনি মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাঙামাটি শহরের বনরূপার শশী দেওয়ান পাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও দুই পুত্রসন্তান, জামাতা, পুত্রবধূ, নাতি, নাতনিসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সুনীতি বিকাশ চাকমা ১৯৩৫ সালের মার্চে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের চোংড়াছড়ি গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীনতা পরবর্তী বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া নব্বই দশকের দিকে রাঙামাটি পৌরসভার চেয়ারম্যান পদে এবং জাতীয় সংসদের ২৩৩ পার্বত্য রাঙামাটি আসন হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি টানা প্রায় পনের বছর যাবৎ আন্তর্জাতিকভাবে খ্যাত রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
1 Comment
RIP