রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য,রাঙামাটি পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান,রাঙামাটি জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমানে উপদেষ্টা কমিটির সদস্য সুজিত দেওয়ান জাপান আর নেই।
শনিবার বিকাল পাঁচটায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন তার ভাতিজা টিটু দেওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙামাটির রাজনীতি অঙ্গনে জাপান বাবু হিসেবে পরিচিত সুজিত দেওয়ান টানা ১৭ বছর রাঙামাটি পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ছিলেন পৌরসভার প্যানেল চেয়ারম্যানও। তিনি ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন জোটের ক্ষমতায় থাকাকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। রাঙামাটিতে একজন ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
সুজিত দেওয়ানের পুত্র রাসেল চাকমা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাঙামাটি জেলা কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুজিত দেওয়ান জাপানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন,পৌর বিএনপির সভাপতি শফিউল আজম,সাধারন সম্পাদক মাহবুবুল বাসেত অপু, সাংগঠনিক সম্পাদক মাহাফুজউদ্দীন, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, রাঙামাটি জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল ও সাধারন সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম, রাঙামাটি জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও সাধারন সম্পাদক মাহাবু্বুর রহমান ,জেলা জাসাসের সভাপতি আবুল হোসেন বালি ও সাধারন সম্পাদক কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির,কলেজ ছাত্রদলের সাবেক সম্পাদক অলি আহাদসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
তারা প্রয়াতের আত্মার সদগতি কামনা এবং তার শোক সন্তুপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন। তারা সুজিত দেওয়ানকে বিএনপির নিবেদিত প্রাণ এক নেতা হিসেবে অভিহিত করে বলেন, তার মৃত্যুতে বিএনপি একজন পরীক্ষিত নেতাকে হারালো।