দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে লড়াই করে রাঙামাটির প্রবীণ সংবাদকর্মী আহমদ নবী শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। ইন্নালিল্লাহে….রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। ব্যক্তিগত জীবনে দুই ছেলে ও দুই মেয়ের জনক আহমদ নবী রাঙামাটি প্রেসক্লাবের সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। কিন্তু বেশ কয়েক বছর ধরে নানাবিধ রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ আহমদ নবী দৃশ্য বিছানাতেই পড়ে ছিলেন। দীর্ঘসময় ধরে তিনি দৈনিক দিনকাল এর রাঙামাটি প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার ভোরে শহরের কাঠালতলি ফায়ারসার্ভিস এলাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। দুপুরে বাদ জুমা মরহুমের জানাজা শেষে বনরূপা কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক আহমদ নবীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা। রাঙামাটি প্রেসক্লাব,রাঙামাটি রির্পোটার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
1 Comment
চলে যা সালারা,,