
৭৪ বছর বয়সেই শেষ নি:শ্বাস ত্যাগ করলেন রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও পার্বত্য জনপদের বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর নমিতা দেওয়ান।
রবিবার সকাল ৬.২৫ মিনিটে রাঙামাটি শহরের চম্পক নগর এলাকায় নিজ বাসভবনের দেহত্যাগ করেন পাহাড়ের সুপরিচিত এই শিক্ষাবিদ। তিনি দীর্ঘদিনযাবৎ বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন।
রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদারের বড়বোন তিনি।
রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ নমিতা দেওয়ানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা,রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর,রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী,সাবেক মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল ও সাধারন সম্পাদক আবু সাদাত সায়েম,রাঙামাটি সরকারি কলেজ ছাত্র ইউনিয়ন,জেলা ছাত্র ইউনিয়ন, ব্যাচ-৯৪ রাঙামাটি,সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পৃথক পৃথক শোক বার্তায় তারা প্রয়াতের আত্মার সদগতি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।