রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য চানমনি তঞ্চঙ্গ্যা মঙ্গলবার ভোররাতে পরলোকগমন করেছেন। ভোর ৪.১৮ মিনিটে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন রাজস্থলী উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত এই আওয়ামীলীগ নেতা।
তিনি মৃত্যুকালে দুই কণ্যা ও স্ত্রীকে রেখে গেছেন।
এদিকে চানমনি তঞ্চঙ্গ্যার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি।
Previous Articleমাটিরাঙ্গাতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
Next Article আর্জেন্টিনা-২ : ব্রাজিল-২
১ Comment
কি রোগে মারা গেলেন সেটাতো কেউই লেখলো না!