জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় চিং হ্লা মং মারীর সহধর্মিনী ইন্দুলেখা মারীর মৃত্যুতে শোক জানিয়েছে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও রাঙামাটি জেলা শহরের বিভিন্ন ক্লাব। ইন্দুলেখা মারী ১ সেপ্টেম্বর রাতে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি দুই পুত্র সন্তানের জননী ছিলেন।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, অভিলাষ ক্রিকেট ক্লাবের সভাপতি হুমায়ন কবীর, প্রভাতী ক্লাবের সাধারণ সম্পাদক মো: রমজান আলী, উইন স্টার ক্লাবের সাধারণ সম্পাদক বেনু দত্ত পৃথক পৃথক বিবৃতিতে ইন্দুলেখার মৃত্যুতে শোক জানিয়েছেন।
চিং হ্লা মং মারী স্বাধীনতা পূর্ব জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলেন। প্রখ্যাত এই ফুটবলার ২০১২ সালে মৃত্যুবরণ করেন। চিং হ্লা মং মারীর সম্মানে রাঙামাটি স্টেডিয়ামের নামকরণ করা হয় মারী স্টেডিয়াম।