হঠাৎ অসুস্থ হয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাঙামাটির কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম ইকবাল (৫৩)। শনিবার দুপুরে হঠাৎ বুকে ব্যাথা অনুভূত হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও,সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ২০১৬ সালের ২১ জুন কাপ্তাইয়ে কর্মজীবন শুরু করা এই পুলিশ কর্মকর্তা।
পুলিশ সূত্র জানিয়েছে, অত্যন্ত সদালাপি ও সজ্জন হিসেবে পরিচিত ছিলেন পুলিশ কর্মকর্তা। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও নিউমোনিয়ায় ভুগছিলেন।
মরহুমের নামাজে জানাজা চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ শেরপুর জেলার নাতিলাবাড়ি উপজেলার আমপাড়া গ্রামে নেয়ার কথা। তিনি ওই গ্রামের মরহুম আব্দুল আলীর সন্তান।
এএসপি আসলাম ইকবালের মৃত্যুতে রাঙামাটি পুলিশ পরিবারে শোকের ছায়া নেমে আসে। রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির,কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর,কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলাম ইকবালের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।