শ্বাসকষ্টজনিত কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসীমউদ্দিন বাবুল( ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।
সোমবার রাত ৮.৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কদিন আগে শারীরিক অসুস্থতা বোধ করায় তাকে রাঙামাটি থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সেখানে তার কোভিড পরীক্ষা করা হলেও সেই রিপোর্ট নেগেটিভ হওয়ায় স্বস্তি ছিলো সবার। ধারণা করা হয়েছিলো,শারীরিক অসুস্থতাকে জয় করে আবার সবার মাঝে ফিরে আসবেন প্রাণচঞ্চল,সদা হাসিখুশি সহজ সরল মানুষটি। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস,করোনা আক্রান্ত না হয়েও, সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন দেশের সবচে প্রাচীন দলটির পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ এই নেতা।
জসীমউদ্দীন বাবুল রাঙামাটি আওয়ামীলীগের ক্রান্তিকালের নেতা হিসেবেই পরিচিত ছিলেন। দীর্ঘদিন যখন ক্ষমতায় ছিলো না দলটি,তখন জসীম বেকারির সত্ত¡াধিকারি বাবুল ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ এক কর্মী। রাজনীতির নানান চড়াই উৎরাই পাড় হয়ে আসা বাবুল জীবনের শেষদিন পর্যন্ত আওয়ামী আদর্শের সাথে ন্যুনতম ছাড় দেননি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর জানিয়েছেন, মঙ্গলবার সকালে তার মরদেহ ফ্রিজার এ্যাম্বুলেন্সে করে রাঙামাটি আনা হবে। সকাল ৯ টায় দলীয় কার্যালয়ের সামনে শেষ শ্রদ্ধা নিবেদনের পর,সকাল ১০ টায় বায়তুশ শরফের মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার লাশ দাফন করার জন্য গ্রামের বাড়ি আনোয়ারায় নিয়ে যাওয়া হবে।’
এদিকে জসীমউদ্দীন বাবুলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর,পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরী ও সাধারন সম্পাদক মনসুর আলী, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাওয়ালউদ্দিন,সাধারন সম্পাদক মোঃ শাহজাহান,রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সর্বশেষ কমিটির সাবেক সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা ও সাধারন সম্পাদক আহমেদ ইমতিয়াজ রিয়াদ,পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দিন ও সাধারন সম্পাদক অপুশ্রীং লেপচা প্রমুখ।
পৃথক পৃথক শোকবার্তায় সহকর্মী-সহযোদ্ধারা,মরহুম জসীমউদ্দীন বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।