টানা বর্ষন আর পাহাড়ী ঢলে নদী গর্বে বিলীন হয়ে গেছে মাটিরাঙ্গার পৌর শহরের বুকে অবস্থিত জনবসতিপুর্ণ চরপাড়া যাতায়াতের একমাত্র সড়কটি। সড়কটি ধলিয়া খালের পেটে তলিয়ে যাওয়ায় মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের চরপাড়ার অধিবাসীদের যাতায়াতে চরম ভোগান্তি তৈরী হয়েছে। নদী ভাঙনরোধে আগাম ব্যবস্থা না নেয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবী স্থানীয় অধিবাসীদের।
সরেজমিনে চরপাড়া ঘুরে দেখা গেছে, শনিবার সকালের দিকে স্থানীয় অধিবাসীসহ রাস্তা ধরে চলাচলারী মানুষের চোখের সামনেই পাকা সড়কটি নদীর বুকে হারিয়ে যায়। নিজেদের চলাচলের একমাত্র সড়কটি নদীর পেটে চলে যাচ্ছে এমন দৃশ্য দেখেও কারোরই যেন কিছু করার ছিলনা। সকলের অসহায়ের মতো তাকিয়ে ছিল। শুধুমাত্র পাকা সড়ক নয়, সড়কের সাথে সাথে নদীর পেটে চলে গেছে ফলজ গাছও।
স্থানীয় অধিবাসী ও সড়ক ভাঙনের প্রত্যক্ষদর্শী সুনী ত্রিপুরা জানান, পাহাড়ী ঢলে নেমে আসা পানির তোড়ে চোখের পলকেই নদীগর্বে বিলীন হয়ে যাচ্ছে চরপাড়া সড়কটি ধরে বসবাসকারী হাজারো মানুষের যোগাযোগের একমাত্র সড়কটি। টানা ভারী বর্ষন অব্যাহত থাকলে ধলিয়া খালের পাড়ে বসবাসকারী অনেকেরই ঘর-বাড়ি নদী গর্বে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
এদিকে ভাঙনের বিষয়টি জানার পরপরই ভাঙন কবলিত চরপাড়া এলাকা পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান। এসময় তিনি ভাঙনের ভয়াবহতা দেখে হতাশ হয়ে পড়েন। তাৎক্ষনিক বিষয়টি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও এ প্রতিনিধিকে জানান তিনি।
এসময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, মাটিরাঙা পৌর আ.লীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী ও মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: আলী মিয়া তার সাথে ছিলেন।