কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে দু’সপ্তাহব্যাপী প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার চন্দ্রঘোনা মিশন হাসপাতালের এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
চন্দ্রঘোনা মিশন হাসপাতালের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন মিশন হাসপাতালের পরিচালক ডেভিট খান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন মিশন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। বক্তব্যে রাখেন এনজিও সংস্থা হিল ফ্লাওয়ারের প্রধান সমন্বয়কারী মিলন চাকমা, ব্র্যাক ম্যানেজার আরিফুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুষ্ঠানের সমন্বয়ক বিজয় মারমা। সভা শেষে প্রধান অতিথি প্রশিÿণ কর্মসূচি উদ্বোধন ঘোষণা করেন।
প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ নিয়ে এসকল সেবিকারা ওয়াগ্গা ও রাইখালী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।