কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটি পার্বত্য জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী। গত ২০২১ সালের ডিসেম্বর মাসে মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটকসহ থানার সার্বিক কার্যক্রমের সফলতার স্বীকৃতি স্বরূপ রাঙামাটি জেলার ১০টি উপজেলার ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে অভিন্ন মানদন্ড আলোকে তাঁকে জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়।
মঙ্গলবার রাঙামাটি জেলা পুলিশের মাসিক অনলাইন ভার্চুয়ালি সভায় এই তথ্য জানানো হয়। জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন এতে সভাপতিত্ব করেন।