কাপ্তাই প্রতিনিধি ॥
গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী দুই চেয়ারম্যান, ২১ জন সাধারণ সদস্য ও ১৩ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী।
আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আক্তার হোসেন মিলন রবিবার সকালে তাঁর কর্মী সমর্থকদের নিয়ে কেপিএমের সাদেকেরঘোনা ও মাস্টারকলোনি এলাকায় দুয়ারে দুয়ারে গিয়ে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এইছাড়া তিনি একইদিন বিকেল তিনটায় ফকিরাঘোনা এলাকায় উঠান বৈঠক করেন।
এদিকে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী বিপ্লব মারমা একইদিন বিকেলে কেপিএমের কলাবাগান এলাকায় গণসংযোগ করেন। এইছাড়া স্ব- স্ব ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা রবিবার সারাদিন ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন।
আগামী ১৫ জুন প্রথমবারের মতো এই ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে বলে জানান কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও এই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।