কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশের পৃথক অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে পরোয়ানাভুক্ত তিন মামলার পলাতক আসামি জারণ বড়ুয়াকে (৪০) গ্রেপ্তার করে। সে চন্দ্রঘোনা থানার রাইখালী বাজারের মৃত লাল মোহন বড়–য়ার ছেলে।
এদিকে একই রাতে থানার অপর একটি দল অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই, রাহাজানি ও চোরদলের সদস্য সাকিব উদ্দিন (১৮)কে গ্রেপ্তার করে। সাকিব রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকার নুর ইসলামের ছেলে। সংঘবদ্ধ দলটি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। ওই দলের অপর সহযোগীদের ইতিপূর্বে গ্রেপ্তার করা হয় এবং তাদের দখল হতে চোরাই সিএনজি, ব্যাটারি গাড়ি উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। আসামিদের রাঙামাটি জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।