
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযানে দুইশ লিটার চোলাই মদস মানুচিং মারমা নামে এক মহিলাকে আটক করেছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চালিয়ে রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকার আনু মারমার বসতঘর সংলগ্ন ছড়ার পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় চোলাই মদ উদ্ধার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওই এলাকায় ১০টি পুরাতন প্লাস্টিক ব্যাগ সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করে। পরে ব্যাগগুলো খুলে দেখা গেছে প্রতিটি ব্যাগে ৪টি করে পলিথিন এবং প্রতি পলিথিনে ৫ লিটার করে মোট ২০ লিটার চোলাই মদ রয়েছে। সে হিসেবে ১০টি ব্যাগে মোট দুইশ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। এসময় এক মহিলা মদ বিক্রেতাকে আটক করা হয়। পুলিশী জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ আটক মহিলা পাইকারি ও খুচরা মদ বিক্রয় করতো। উদ্ধারকৃত চোলাই মদ চট্টগ্রাম শহরে প্রেরণের জন্য মজুদ করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, আটক আসামির বিরূদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।