বান্দরবানের ঘুমধুমে পাহাড় ধসে এক ছেমুনা খাতুন (৪৪) এক মহিলার মৃত্যু হয়েছে। এসময় নিহতের কন্যা অামেনা খাতুন (২৫) অাহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম পাড়ায় বৃষ্টিতে পাহাড় ধসে বসতবাড়ি বিধস্ত হয়েছে। এসময় পাহাড় ধসের ঘটনাস্থলেই স্থানীয় বাসিন্দার মোহাম্মদ মাজেদের স্ত্রী ছেমুনা খাতুন (৪৪) নামে এক মহিলার মৃত্যু হয়। এসময় নিহতের কন্যা অামেনা খাতুন অাহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, পাহাড় ধসে ঘুমধুমে এক মহিলা মারাগেছে। এসময় তার কন্যাও অাহত হয়।
ঘুমধুম ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর অাজিজ বলেন, গতমঙ্গলবার থেকে বান্দরবানে বৃষ্টি হচ্ছে। অবিরাম বর্ষণে পাহাড় ধসে ঘুমধুমে এক নারী মারাগেছে।
নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে।
Previous Articleপাহাড়ধসের কারণ নির্ণয়ে গঠিত জাতীয় কমিটি রাঙামাটিতে
Next Article সকলের সহযোগিতায় আবারো সুন্দর রাঙামাটি গড়ে তোলা হবে