বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রে টহল দলের অভিযানে ৬ হাজার পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার (৩৫) নামে এক মাদককারবারি আটক করা হয়েছে।
আটক সাত্তার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার নাজির হোসেন ও হোসনে আরা দম্পতির ছেলে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার ঘুমধুমস্থ ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখ থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে দেহ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রর পরিদর্শক মো. সোহাগ রানা ও সঙ্গীয়ফোর্স।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।