
খাগড়াছড়ির পানছড়িতে গৃহবধু স্বপ্না হাজারীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং ঘাতক স্বামী গোপাল হাজারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে সচেতন ছাত্র সমাজ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নিহত স্বপ্না হাজারীর বোন টিংকু মনি, ভাই মেকু বনিক, ইব্রাহিম হোসেন হারুনুর রশীদ প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা পুলিশের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ তুলে বলেন, শুরুতে পানছড়ি থানা পুলিশ মামলা নিতে চাইনি। পরবর্তীতে মামলা নিলেও আসামী আটকে গড়িমসি করছে। বক্তারা অবিলম্বে আসামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।