নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় পাহাড়িকা বাস নিয়ন্ত্রণ উল্টে গেছে। বাসটি রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনটি সিএনজি অটোরিক্সার ওপর পড়ে। এসময় পথচারি ও যাত্রীসহ আট জন আহত হয়েছে। আহতদের মধ্যে বাসের চালক মো. পারভেজকে(৪০) চট্টগ্রামে উন্নত চিকিৎসা জন্য রাঙামাটি সদর হাসপাতাল থেকে রেফার করা হয়েছে। রবিবার দুপুর তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোন প্রাণহানি না ঘটলেও তিনটি সিএনজি অটোরিক্সা ও দুইটি দোকান দুমড়ে মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা বাস (ঢাকা মেট্টো ১৪-৭১৭৮) ঘাগড়া গিয়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে টিলায় ধাক্কা দেয়। এসময় বাসটি উল্টে রাস্তায় দাঁড়িয়ে থাকা ৩টি সিএনজি অটোরিক্সার ওপর পড়ে। দুমড়ে মুছড়ে যায় সিএসজি অটোরিক্সাগুলো। এই ঘটনায় কেউ মারা না গেলেও বাসে ও রাস্তার পাশে থাকা আটজন আহত হয়। রাঙামাটি ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে সূত্র জানা যায়, সড়ক দুর্ঘটনার আহত হয়ে কয়েকজন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন। আশঙ্কাজনক হওয়ায় গাড়ির চালক মো. পারভেজ (৪০)কে চট্টগ্রাম রেফার করা হয়েছে। এক নারীসহ চারজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। অন্যান্য আহতরা হলেন, ফারুক (৩৫), আবুল (৩৮), কাউসার (২১), সাগর (১৫), আলমগীর (৪৫), ছাক্কাস(১৯)।
ক্ষতিগ্রস্ত ওয়ার্কশপের দোকানী আল আমিন জানান, আমরা দোকানে কাজ করছিলাম। এমন সময় হঠাৎ করেই পাহাড়িকা বাসটি আমাদের দোকানে ও সামনে দাঁড়িয়ে থাকা তিনটি সিএনজির ওপর তুলে দেয়। এতে আমাদের দোকানে কাজ করা অবস্থায় চারজনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক মো. ইকবাল জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, এসে দেখি পাহাড়িকা পরিবহনের একটি গাড়ি ব্রেকফেল করে তিনটি সিএনজি অটোরিকশা ও দুইটি দোকানের ওপর তুলে দিয়েছে। আহতদের রাঙামাটি হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, বিকাল সাড়ে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে রাঙামাটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে বাসের চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। অপর ৪ জনকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।