রাঙামাটির ঘাগড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার ঘাগড়া জুনুমাছড়ার মরা খাল এলাকা থেকে এ গ্রেনেড উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে সেনাসূত্র।
আইনৃশংখলবাহিনীর দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, ঘাগড়ার জুনম্যছড়া মরা খাল এলাকায় এক বাসিন্দা কাজ করার সময় মাটি দিয়ে ঢেকে রাখা ৬ টি গ্রেনেড দেখতে পায় এবং বিষয়টি ঘাগড়া সেনাবাহিনী ক্যাম্পে অবগত করেন।
পরবর্তীতে ঘাগড়া ক্যাম্পের সেনাবাহিনীর একটি টহল দল গিয়ে পর্যবেক্ষণ করে পরিত্যক্ত অবস্থায় ৬ টি গ্রেনেড উদ্ধার করেন। গ্রেনেডগুলোর কার্যকরিতা আছে কিনা সেটাও পরীক্ষা করা দেখা হচ্ছে বলে জানিয়েছে সূত্র।
Previous Articleসাংবাদিকদের ছাঁটাইয়ের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
Next Article রুমায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি
2 Comments
এরা এত গাজা পায় কোথায়¿
সেনাবাহিনীর কাজ ১০০%